27 C
Kolkata

Mao panicked : ল্যান্ডমাইন আতঙ্ক জঙ্গলমহলে,মিলছে একাধিক সামগ্রী

নিজস্ব প্রতিবেদন :- জঙ্গলমহলে বাড়ছে মাও উপদ্রবের আশঙ্কা । একাধিক জায়গায় বিভিন্ন বিভিন্ন সন্দেহজনক সামগ্রী । বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির কালভার্টের নিচে সন্দেহজনক বস্তু উদ্ধার হয় । যা দেখে স্থানীয় বাসিন্দাদের ধারনা, ল্যান্ডমাইন রাখা রয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশবাহিনী । খবর গিয়েছে বম্ব স্কোয়াডে ।

লালগড় লাগোয়া শালবনির চাঁদাবিলা এলাকা । একসময় এই জায়গা ছিল মাওবাদীদের স্বর্গরাজ্য । যদিও সময়ের সাথে সাথে বদলেছে সেই পরিস্থিতি । কমেছে মাও উপদ্রব । মাওবাদীদের উপর লাগাম লাগিয়েছে সরকার । আকাশে বারুদের গন্ধ কমেছে অনেকটাই । তবে আবারো দীর্ঘদিন পর ওই এলাকাতেই আতঙ্ক ছড়াচ্ছে মাওবাদীদের ।

বৃহস্পতিবার সকালে সেখানকার পিচ রাস্তার কালভার্টের নিচে সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায় । যা দেখে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায় । তাঁদের আশঙ্কা, সেখানে ল্যান্ডমাইন রাখা রয়েছে । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, লম্বাটে পাইপের মতো বস্তু পড়ে রয়েছে রয়েছে কালভার্টের নিচে । সেখান থেকে দু’টি তার বেরিয়ে রয়েছে ।

আরও পড়ুন:  ICC Ranking : শীর্ষস্থান মজবুত করল ভারত
আরও পড়ুন:  Dengue in Siliguri: ডেঙ্গুর আতঙ্কে আতঙ্কিত স্থানীয়রা

এর পরই খবর যায় পুলিশের কাছে । খবর পেয়েই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে আসেন পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার অম্লানকুসুম ঘোষ । খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে । জানা যাচ্ছে সন্দেহজনক ঐ বস্তুটি বোম স্কোয়ার্ড টিম তুলে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পরই জানা যাবে আসলে ওটা কী । তবে এভাবে সন্দেহজনক বস্তু মেলায় রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী ।

Featured article

%d bloggers like this: