28 C
Kolkata

বাঁকুড়ার সোনামুখীতে বাজ পড়ে মৃত দুই

নিজস্ব সংবাদদাতা: বাঁকুড়ার সোনামুখি থানার পিয়ারবেড়া গ্ৰামের বাসিন্দা জনা দশেক কৃষি মজুর মাঠে চাষের কাজ করছিলেন । আচমকাই হাট আশুড়িয়া অঞ্চলে মঙ্গলবার বাজ পড়ে মত্যু হয় দুজনের । তারা হলেন মঙ্গলা বাউরী ও জাহিরুল শেখ । আহত হয়েছেন মন্দিরা বাউরী ( ৩৮) , সজলা বাগ্দী (৩৮) , সনকা বাউরী , (৪৬) , ঋতু বাউরী (২১) । মৃত ব্যাক্তির পরিবারের পাশে ছুটে যান বড়জোড়ার বিধায়ক ও দলীয় নেতৃত্ব । সমবেদনা জানান মৃতদের পরিবারের লোকজনদের । আহতদের চিকিৎসা চলছে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ।

আরও পড়ুন:  Robbery: সিনেমা এবার বাস্তবের মাটিতে, তবে সেটা কিন্তু ডাকাতি

Featured article

%d bloggers like this: