22 C
Kolkata

Locket Chatterjee: স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে লকেট চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: বিতর্কের মধ্যেই দায়িত্বভার পেলেন বিজেপি নেত্রী। খাদ্য এবং গণবণ্টন সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে এলেন লকেট চট্টোপাধ্যায়। নবমীর রাতেই এই ঘোষণা করা হয়। তারপর চলা হয় বিতর্ক। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি বিজেপিকে। তাই বদলা নিল বলে মত তৃণমূলের। একাদশীর দিন দিল্লি গিয়েছেন লকেট। দ্বাদশীর দিন দায়িত্ব নিয়েছেন তিনি। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে ছিল এই দায়িত্বভার।

লকেটের মতে, আমি দায়িত্ব পালন করব। রাজনৈতিক বিতর্কে যেতে চাই না। সময় নষ্ট করব না। নরেন্দ্র মোদি সরকারকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। সংসদে বৃহত্তম বিরোধী দল হওয়া সত্ত্বেও দু’টি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি কংগ্রেসের হাতছাড়া হয়েছে। এই নিয়ে আক্রমণ শানিয়েছেন তিনি।

আরও পড়ুন:  Accident: একই সাথে পথদুর্ঘটনার শিকার মা ও মেয়ে !

Featured article

%d bloggers like this: