24 C
Kolkata

Lok Sabha Elections 2024: কল্লোলিনীতে পা রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: গত বছরের ১৭ ডিসেম্বর নবান্নে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে কলকাতায় পা রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু নতুন বছরের প্রথম মাসেই আবারও পশ্চিমবঙ্গ সফরে আসার কথা ছিল দলে প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, দেশের প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সহসভাপতি জেপি নড্ডা তিলোত্তমায় পা রাখবে না।

তবে কি কারণে এই সফর বাতিল করা হয়ে তা স্পষ্ট করে কিছু বলা হয়নি। তবে বিজেপির সূত্রের জানানো হয়েছিল, ১৭ জানুয়ারি (মঙ্গলবার) সভা করতে আসেন তিনি। সেই সভা স্থলগুলি হুগলির আরামবাগ ও দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরে। এমনকি জানা যাচ্ছে ২০২৩ – এ পশ্চিমবঙ্গে মোট ৪০টি সভা করবেন মোদি ও শাহ। প্রায় প্রতিমাসেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩টির বেশি সভা হবে। তবে বছরের শেষের দিকে সভার সংখ্যা বাড়তে থাকবে।

আবারও তিলোত্তমায় পা রাখতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর অণুযায়ী জানা গেছে, আগামী ১১ ফেব্রুয়ারি, শনিবার রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পরের দিন রবিবার, ১২ ফেব্রুয়ারি সকালে বঙ্গ-বিজেপি নেতাদের সাথে বৈঠক করবেন শাহ। আর সেদিনই জনসভা করার কথাও আছে তাঁর। সম্ভাব্য এই জনসভাটি অনুষ্ঠিত হবে আরামবাগে। সেখানের সভা শেষ করে সন্ধ্যায় ফের কলকাতায় ফিরে আসবেন তিনি। তারপর সেদিন রাতের বিমানে নয়াদিল্লি রওনা দেবেন কেন্দ্রীয় মন্ত্রী।

শাহের বঙ্গের আসার কারণ, ২০২৪-এর মার্চেই হবে সাধারণ নির্বাচন। সুত্রে খবর এই ৪০ টি বৈঠকের মধ্যে শাহ এবং নাড্ডা দু’জনে ১৩টি এবং মোদি ১৪টি সভা করবেন বাংলায়। প্রসঙ্গত, ৩০ ডিসেম্বর মোদির কলকাতায় আসার কথা ছিল। কিন্তু তার মা’য়ের অকাল প্রয়াণ কল্লোলিনিতে পা না রেখে রাজধানী দিল্লি থেকে ভার্চুয়ালি হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ও জোকা-তারাতলা মেট্রো পরিষেবা উদ্বোধন করেন।

আরও পড়ুন:  Weather Update: ফের দুর্যোগের আশঙ্কা ! রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

Featured article

%d bloggers like this: