নিজস্ব প্রতিবেদন: কাতারে ফুটবল দেখতে গিয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। আর সেখানে গিয়েও মেজাজই আসল রাজা। বালিতে দাঁড়িয়ে দুয়া (প্রার্থনা) পড়ার ভঙ্গিতে ছবি দিয়েছেন তিনি। পরনে শেখদের পোশাক। যাকে কান্ডুরা (Kandura) বা দিশদশা (Dishdasha) বলা হয়। চোখে সানগ্লাস তো রয়েইছে। একদম সুপার কুল লুকে সকলের সামনে এলেন ‘মদনদা’।


