25 C
Kolkata

Mahatma Gandhi: নিলামে গান্ধীর ৭০টি সামগ্রী

নিজস্ব প্রতিবেদন: এবার নিলামে উঠতে চলেছে মহাত্মা গান্ধীর ব্যবহৃত বেশ কিছু সামগ্রী। ইংল্যান্ডের ‘ইস্ট ব্রিস্টল অকশানে’র দাবি, গান্ধীর ব্যবহৃত মোট ৭০ টি জিনিস নিলামে তোলা হবে। যার দাম প্রায় ৪ কোটি ৭৪ লক্ষ টাকা ছুঁতে পারে। এই তালিকায় রয়েছে, দু’টি খরম, চশমার পাশাপাশি গান্ধীজির লেখা বেশ কিছু চিঠি ও তার কিছু তালিকা। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী জানা যায়, মহাত্মা গান্ধীর হাতে তৈরি এক টুকরো কাপড়ের প্রাথমিক ধার্য দাম হয়েছে ৫০০ পাউন্ড।

আগেই আড়াই কোটি টাকায় বিক্রি হয়েছিল তাঁর ব্যবহৃত একটি চশমা৷ তিনি জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধি৷ ফের তাঁর ব্যবহৃত আরও একটি চশমা, খড়ম সহ একাধিক স্মৃতি বিজড়িত ছবি ও নথি নিলামে উঠতে চলেছে৷ আগামী ২১ মে পর্যন্ত অনলাইনে চালু থাকবে নিলাম প্রক্রিয়া৷

আরও পড়ুন:  Covid: দেশে আবার বাড়ছে কোভিড সংক্রমণ

Featured article

%d bloggers like this: