নিজস্ব প্রতিবেদন: রাজ্যে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার নবান্নে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী, চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিস, সিপি, কলকাতা পুরসভার আরবান এবং পঞ্চায়েত বিভাবের মন্ত্রী, মেডিক্যাল কলেজের প্রফেসর, চিকিৎসক, সিএমওএইচ, সুপারদের নিয়ে চলে বৈঠক। বৈঠকে মমতা জানান, ”প্রত্যেক জেলা মেডিক্যাল হাসপাতালের রিপোর্ট নেওয়া হয়েছে। করোনা বর্তমানে খুবই কম বাংলায়। ভবিষ্যতের জন্য সকলকে বলব মাস্ক পড়ুন। স্যানিটাইজার ব্যবহার করুন। করোনার পরবর্তী ঢেউ মোকাবিলার জন্য প্রস্তুত থাকব। ভয় পাওয়ার কোনও কারণ নেই এখনই।” রাজ্যে খুব বেশি না হলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে পরিস্থিতি এখনই ভয়াবহ নয়। হাসপাতালের কথা বলতে গিয়ে মমতা বলেন, ”পাঁচটা কেস যদি হাসপাতালে ভর্তি থাকে তবে চারজনের অক্সিজেন লাগছে।”