নিজস্ব প্রতিবেদন: ফের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩১ জানুয়ারী, মঙ্গলবার মালদা সফরে যাচ্ছেন তিনি। সেখান থেকে ১ ফেব্রুয়ারি, বুধবার বীরভূমে যাবেন তিনি। উল্লেখ্য, বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারির পর তার এই জেলার সফর। পঞ্চায়েত নির্বাচনের আগে এই দুই জেলাকে পাখি চোখ করে রেখেছে তৃণমূল কংগ্রেস। তবে সরকারি সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক অনুষ্ঠানে যোগ দেবেন। প্রশাসনিক সূত্রে জানা গেছে, মালদায় থাকবেন তিনি। তার এই সফর সূচিতে সুবিধাভোগীদের কাছে বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প হস্তান্তর করার পাশাপাশি জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নতুন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

মালদা জেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে ইংরেজবাজার গাজোল কলেজ মাঠে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। যেখানে জেলার প্রায় ৩৬ জন উপকারভোগীকে বিভিন্ন প্রকল্পের অনুমোদনের নথি হস্তান্তর করা হবে। তবে তার এই বীরভূমের সফর উল্লেখযোগ্য বলে মনে করছে রাজনীতিক মহল। অনুব্রত শূন্য জেলায় তৃণমূলের আধিপত্য বিস্তার করতে মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁকে জেলার দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম নিজেই কয়েক বার বীরভূম জেলায় এসেছেন। তবে অনুব্রত মণ্ডলের খাসতালুকে এসে মমতা কি বার্তা দেন সেই দিকে তাকিয়ে বীরভূম সহ রাজ্য তৃণমূল কর্মী সমর্থকরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অভিজ্ঞমহল।