নিজস্ব প্রতিবেদন: বর্তমান রাজনীতির প্রেক্ষাপট কার্যত রচনা হচ্ছে কে কতোটা বিকট পারে তার উপর দাঁড়িয়েই। কাজের থেকেও বেশি সব দলইকের একের পর এক মন্তব্য করে গরম করছে মঞ্চ। হুগলির ডানলপের সভা থেকে কেন্দ্রীয় মন্ত্রীর শরীর নিয়ে আবার কটাক্ষ মমতার।
ডানলপ ময়দানে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “একটা হলেন হোঁদল কুতকুত, আরেকটা নেতা হলেন কিম্ভূত কিমাকার। আমি এর হিন্দি ইংরেজি জানিনা।” এরপর তিনি আরও বলেন, ” একজন দানব, আর একজন দৈত্য। একজন রাবণ, অন্যজন দানব, দুইয়ে মিলে দেশ চালাচ্ছে।” এর আগেও অমিত শাহ্ কে “নাদুস নুদুস, সুন্দর সুন্দর, ফানুস ফানুস” বলে মন্তব্য করেছেন মমতা।
এরই প্রসঙ্গে কেন্দ্রীয় পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেন, এগুলো তৃণমূলের সংস্কৃতি হতে পারে তবে বাঙালির রুচির পরিচয় নয়। সংসদীয় রাজনীতির সঙ্গে মতাদর্শের ফারাক থাকে। বাঙালির সংস্কৃতির মর্যাদা ক্ষুণ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ‘ফিগার’ মন্তব্যে পাল্টা বাবুল
