নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজভবনে বৈঠক সেরেই দিল্লি ছোটেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বসে রাজ্যপালকে নিয়ে সুর চড়াতে পিছপা হলেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলায় হিংসা চলছে, আইনশৃঙ্খলার অবস্থাও তলানিতে ঠেকেছে ইত্যাদি নিয়ে একাধিক বার মুখ খুলেছেন রাজ্যপাল। ট্যুইটও করেছেন। এমনকি শুভেন্দুর সঙ্গে এই নিয়ে ওইদিন তিনি বৈঠকও করেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালের নাম না করে বলেন, বাচ্চা ছেলে হলে তাও বলে চুপ করানো যায়। কেউ কেউ রাজ্যের হিংসা পরিস্থিতি দেখতে পাচ্ছেন। কিন্তু আদৌ কি তাতে রাজ্যে কোনো হিংসার পরিবেশ তৈরি হয়েছে? যাঁরা হিংসা দেখছেন, তাঁদের চোখে ন্যাবা হয়েছে। এরপরই রাজ্যপালের দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী, রাষ্ট্রপতি, অমিত শাহের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বলেন, উঁনি কার সঙ্গে দেখা করবেন তা ওঁনার ব্যাপার। উঁনি ওঁদেরই লোক।