নিজস্ব প্রতিবেদন: বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক করেছিলেন দুর্গাপুরে। এদিন মুখ্যমন্ত্রী দুর্গাপুরকে সুন্দরভাবে পরিচর্যা করার কথাও বলেন। এদিন এসভা থেকে তিনি সুতোর ব্যাঙ্ক উদ্বোধন করেছে তাও বলেন। এছাড়া মুখ্যমন্ত্রী সেখানে ডিজিকে কিছু বলার আছে কিনা জানতে চাওয়া পরই ডিজি উঠে দাঁড়ানোর সময় তাঁকে মাঝপথে থামিয়ে মমতা বলেন, “আমাদের ডিজি খুব শান্তশিষ্ট। ডিজিকে দেখতে শুনতে…একেবারে উত্তম কুমারের মতো দেখতে দেখ!”