28 C
Kolkata

Tourist Stuck In Sikkim: ধসের মুখে সিকিমে আটকে বহু পর্যটক

নিজস্ব প্রতিবেদন: মাত্রাতিরিক্ত বর্ষণে বাণভাসী উত্তরবঙ্গ। একাধিক জায়গায় ধসের খবর পাওয়া গিয়েছে।  সোমবার ভোরে ধস নামে কালিম্পঙের মংপো ফটকের কাছে জাতীয় সড়কে দু’টি জায়গায়। খোদ শিলিগুড়িতে বালাসন নদীর অস্থায়ী সেতু ভেঙে গিয়েছে প্রবল জলের তোড়ে। আটকে পড়েছে বহু পর্যটক। জলমগ্ন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মতো একাধিক এলাকা। বর্ষার শুরুতেই ভেঙে গিয়েছে প্রায় এক দশকের রেকর্ড। তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দার মতো নদী বিপদ সীমার উপরে। বিপুল বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে সিকিম সংলগ্ন এলাকায়। সোমবারও সেবকের কাছে ১০ নম্বর জাতীয় সড়কের কালিঝোরাতে নেমে রাস্তা বন্ধ হয়ে প্রধান রাস্তা প্রায় ৫ ঘণ্টা বন্ধ থাকে রাস্তা। অন্যদিকে, কালিম্পঙের জেলাশাসক জানিয়েছেন, জাতীয় সড়ক থেকে ধস সরানোর কাজ দ্রুত শুরু হয়েছে।

আরও পড়ুন:  Sukanta Majumdar Bjp: মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আটকাচ্ছে, তৃণমূল শেষের পথে
আরও পড়ুন:  Sukanta Majumdar Bjp: মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আটকাচ্ছে, তৃণমূল শেষের পথে

Related posts:

Featured article

%d bloggers like this: