22 C
Kolkata

বীরভূমের মাড়গ্রামে তৃণমূল কর্মীদের উপর হামলা মাওবাদী ঘটনা ! কী বললেন ফিরহাদ

বীরভূমের মাড়গ্রামে জখম তৃণমূল নেতার ভাইকে দেখতে এসএসকেএম হাসপাতালে গেলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মাড়গ্রামে এই ঘটনার নেপথ্যে মাওবাদী যোগের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। ফিরহাদ বলেন, “মাড়গ্রামে বাইরে থেকে লোক এনে ষড়যন্ত্র আছে। বীরভূমের পাশে ঝাড়খণ্ড। ওখানে মাওবাদীরা আছে। পুলিশের রিপোর্ট না পেলে বলতে পারব না কে করেছে।” আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে বীরভূমকে দখল করা যাবে না, বিরোধীদের হুঁশিয়ারিও দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

শনিবার রাত থেকেই উত্তপ্ত বীরভূমের রামপুরহাটের মাড়গ্রামের ধুলফেলা গ্রাম। জখম মাড়গ্রাম এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ, তাঁর বন্ধু নিউটন শেখ, সুজাউদ্দিন নামে তিন তৃণমূল কর্মীকে লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেই অভিযোগ। বোমাবাজির পর রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে ছিটকে যান তাঁরা। সেই সময় তাঁদের লোহার শাবল-সহ নানা ধরনের ভারী বস্তু দিয়ে মারধর করা হয় বলেও অভিযোগ। পথেই মৃত্যু হয় সুজাউদ্দিনের। জখম লাল্টু শেখকে প্রথমে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখান থেকে তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ট্রমা কেয়ার ইউনিটে ভরতি রয়েছে সে। চলছে চিকিৎসা। সেখানেই এদিন যান রাজ্যের মন্ত্রী (Firhad Hakim)।

আরও পড়ুন:  Weather Update: আজ ও কাল পশ্চিমবঙ্গের ৮ টি জেলাসহ কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা !

Featured article

%d bloggers like this: