25 C
Kolkata

প্রভাকর সমর্থনে হাওড়ায় মিঠুন

নিজস্ব সংবাদদাতা: ভোটের দ্বিতীয় দফায় ইতিমধ্যেই উত্তপ্ত নন্দীগ্রাম। ভোর থেকেই কামড়াকামড়ি শুরু হয়ে গিয়েছে যুযুধান পক্ষের। খুন, বোমাবাজি কিছুই বাকি নেই রাজ্যের নানান কোণায়।


এরই মধ্যে হাওড়ার রঘুদেববাটিতে প্রচারে নামেন মিঠুন চক্রবর্তী। হাওড়ার এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রভাকর পন্ডিতের জন্যে ভোট চাইতে প্রচারে নামেন মিঠুন। হেলিপ্যাডে ১১টা নাগাদ নামেন মিঠুন।

এরপর গাড়িতে প্রচার মাঠে যান। সেখান থেকে প্রভাকরের সাথে গাড়িতে প্রচারে বেরোন মিঠুন। জনমানুষের ঢলে রঘুদেববাটির রাস্তা ভরে যায়। গাড়ি থেকে হাত দেখাতে থাকেন মিঠুন চক্রবর্তী। মিঠুনের সমর্থনে করোনা ভুলে রাস্তায় গেরুয়া রঙে মেতে হাওড়াবাসি।

Featured article

%d bloggers like this: