নিজস্ব প্রতিবেদন: সকাল সকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। সন্তানকে কোলে নিয়ে পৌঁছন তিনি। দিল্লি থেকে ইডির আধিকারিকরা এসে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। আগেও একাধিকবার দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল তাঁকে। আধিকারিকদের মধ্যে রয়েছেন মহিলা অফিসারও রয়েছেন।
এরই মধ্যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডঃ শান্তনু সেন জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এভাবে দমিয়ে রাখা যাবে না। ভারতীয় জনতা পার্টি এঁদেরকে ভয় পায়। ইডি, সিবিআই বিজেপির দুই ভাই। এর আগেও অভিষেক হাজিরা দিয়েছেন। আদালতের রায়ে রক্ষাকবচ পেয়েছে। অভিষেক ত্রিপুরা গেলে বাড়িতে সিবিআই পাঠাচ্ছে। তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না।’ পাল্টা অনুপম হাজরা বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন সহযোগিতা করবেন। তো এখন সমস্যা কোথায়?’ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘চিৎকার করতে হলে আদালতে যান। অনুপ মাজির অ্যাকাউন্ট থেকে কোনও এক নরুলা ম্যাডামের ব্যাঙ্কে টাকা গিয়েছিল। তার কাগলপত্র সবাই দেখেছে। এবার তদন্তকারী সংস্থার কাছে জবাব দিক।’