নিজস্ব সংবাদদাতা : অভাবের তাড়নায় তিন মাসের সন্তানকে নিজে খুন করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন মা । ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদের ডোমকল থানার জোতকানাই এলাকায় । এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বছর খানেক আগে জলঙ্গীর নটিয়াল গ্রাম এলাকার যুবতির বিয়ে হয় ডোমকল জোতকানায়ার যুবকের সাথে।
তাদের সাংসারিক জীবনে সন্তান জন্মানোর পর থেকেই চুপচাপ থাকত, অস্বাভাবিক আচরণ করত শিশুটির মা। আজ সকলের চোখের আড়ালে নিমেষে ঘরের ভেতর এই কাণ্ড ঘটিয়েছে ওই গৃহবধূ। গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, অভাবের তাড়নায় সে এই কাণ্ড ঘটিয়েছে । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে।