নিজস্ব সংবাদদাতা: বাগদায় ৫৪ বছরে ব্যক্তিকে কুপিয়ে খুন । অভিযুক্ত সহ চারটি বাড়িতে ভাঙচুর করে আগুন দিল ক্ষুব্ধ গ্রামবাসীরা । গ্রেপ্তার অভিযুক্ত । উত্তর ২৪ পরগনার বাগদা থানার সিন্দ্রনী গ্রাম পঞ্চায়েত এলাকার পুস্তিঘাটা গ্রাম রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে। স্থানীয়দের দাবি, গতকাল বিকেলে ফোনে কথা বলতে বলতে বাড়ি ফিরছিলেন ৫৪ বছরের নীলকমল সর্দার। সেই সময় প্রতিবেশী সুভাষ সর্দার অতর্কিতে হাসুয়া দিয়ে নীলকমল সরদারের গলায় কোপ মারে। মাটিতে লুটিয়ে পড়ে নিলকমল সর্দার । খবর শুনে ছুটে যায় নীলকমল সরদারের ছোট ছেলে সম্রাট সরদার। বাবাকে নিয়ে নিকটবর্তী দত্তপুলিয়া হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায় । ক্ষুব্দ গ্রামবাসীরা আগুন দিয়ে দেয় অভিযুক্ত সহ দাদা ভাই ও বোনের বাড়িতে। রাতেই অভিযুক্ত সুভাষ সর্দারকে গ্রেপ্তার করে বাগদা থানার পুলিশ। মৃত নীলকমল সর্দারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুভাষ সর্দার কেন এই ঘটনা ঘটালো আমরা জানিনা । তার সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই । অভিযুক্ত সহ পরিবারের সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে গ্রামের বাসিন্দারা । সোমবার সকালেও এলাকায় উত্তেজনা রয়েছে। বসানো হয়েছে পুলিশ পিকেটিং।