25 C
Kolkata

Murshidabad : ফের উদ্ধার হল বেআইনি অস্ত্র

নিজস্ব প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বড়ো সাফল্য সাগরদিঘি থানার পুলিশের।নাকা তল্লাশিতে ৫টি আগ্নেয়াস্ত্র সহ ৫রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেপ্তার এক যুবক।ধৃত যুবকের নাম বারুক সেখ।ধৃত যুবক লালগোলা এলাকার বাদিন্দা।

পুলিশ সূত্রে জানাগেছে সোমবার মুর্শিদাবাদের সাগরদিঘি থানার পুলিশ সূত্র মারফত খবর পেয়ে সাগরদিঘির মোড়গ্রাম এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে নাকা তল্লাশি শুরু করে।সেই তল্লাশিতে বারুক সেখ কে গ্রেপ্তার করে ৫টি দেশি পিস্তল ও ৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।ভোটের আগে ধৃত যুবক এতো পরিমান আগ্নেয়াস্ত্র নিয়ে কোথায় পাচারের উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলো।খতিয়ে দেখতে ধৃত যুবক কে ১৪ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে তোলা হবে বলে সাংবাদিক সম্মেলন করে জানান জঙ্গিপুর জেলা পুলিশের পুলিশ সুপার ডঃ ভোলানাথ পান্ডে।

আরও পড়ুন:  Kolkata Police: কলকাতা পুলিশের পোশাক সাদা কেন ?

Featured article

%d bloggers like this: