20 C
Kolkata

Gujarat Bridge-Nabanna: গুজরাতের ভয়াবহতা দেখে তৎপর মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: গুজরাতের মোরবিতে সেতু দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৪১ জনের। এরপর মৃত্যু নিয়ে কোনও নতুন তথ্য প্রকাশিত হয়নি। পড়শি রাজ্য থেকে শিক্ষা নিয়েছে পশ্চিমবঙ্গ। গুজরাতের মতো ঝুলন্ত সেতু রয়েছে এরাজ্যেও। বাঁকুড়া, পুরুলিয়া সহ একাধিক পাহাড়ি জেলাতেও এই ধরনের সেতু তৈরি হয়েছে। গুজরাতের পরিণতি দেখে তৎপর প্রশাসন। সোমবার রাতেই রিপোর্ট তলব করেছে নবান্ন। কোন জেলায় ক’টি ঝুলন্ত সেতু রয়েছে, তার অবস্থা কী রকম- এসব খতিয়ে দেখে রিপোর্ট চেয়েছে বাংলার প্রশাসন। যত দ্রুত সম্ভব তত দ্রুত জেলা প্রশাসনগুলিকে রিপোর্ট পাঠাতে হবে নবান্নে। গুজরাত বিপর্যয়ের মতো স্মৃতি এরাজ্যেও রয়েছে। ২০১৬ সালে ভরদুপুরে পোস্তা ব্রিজ ভেঙে পড়ে খাস কলকাতায়। এরপর ২০১৮ সালে ভেঙে পড়ে মাঝেরহাট সেতু। প্রশাসনের তথ্য অনুযায়ী, মৃত্যু সংখ্যা যথাক্রমে ২৭ এবং ৩। সেই স্মৃতিচারণ আর করতে চাইছে না রাজ্য সরকার।

আরও পড়ুন:  Babul Supriyo: গানের অনুষ্ঠানে যাওয়ার আগেই পথ দুর্ঘটনার কবলে বাবুল সুপ্রিয়

Featured article

%d bloggers like this: