25 C
Kolkata

Nabanna : আজ গঙ্গসাগর মেলার বৈঠক ! কি কি বিষয় আলোচনা হতে পারে দেখেনিন চট করে

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার গঙ্গাসাগর মেলা নিয়ে প্রস্তুতি বৈঠক করবেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। এই বৈঠকে উপস্তিথ থাকতে বলা হয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক এবং সংশ্লিষ্ট দপ্তরের সচিবকে।

দীর্ঘ দুবছর করোনা কালের পর এই বছর ফের গঙ্গাসাগর মেলা। তাই পুণ্যার্থী সংখ্যাও বেশ বাড়বে বলেই মনে করা হচ্ছে। পরিস্থিতি সামলাতে সেই মত ব্যবস্থা নেয় হচ্ছে।
যদিও এর মধ্যেই একটি প্রস্তুতি বৈঠক করেছেন রাজ্যের পূর্তমন্ত্রী পুলক রায় এবং সু দরবোন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। মেলার সময় একটি বিশেষ কন্ট্রোলরুম চালু থাকবে রাজ্যের সদর দপ্তরে। সেখানে সরাসরি মেলা প্রাঙ্গণ, লট নম্বর ৮ ও কচুবেড়িয়ার মতো জায়গাগুলির সরাসরি ভিডিও ফুটেজ দেখতে পাওয়া যায়। এই ধরনের ব্যবস্থা আরও কী করে ভালো করা যায়, তাই নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।

আরও পড়ুন:  সৌমিত্র খাঁ’র সম্পর্কে গোপন তথ্য ফাঁস সুজাতার

Featured article

%d bloggers like this: