নয়াদিল্লি: বৃহস্পতিবারই দিল্লি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্বপরিকল্পিত সাক্ষাতের জন্য শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবনে পৌঁছন তিনি। দীর্ঘ ৪০ মিনিট চলে এই বৈঠক। সময়সীমা দেখে রাজনৈতিক মহল মনে করছে, আলোচনা ইতিবাচকই হয়েছে। এরপর রাষ্ট্রপতি ভবনে গিয়ে দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন মমতা। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির সঙ্গে হলুদ গোলাপের তোড়া নিয়ে দেখা করেন তিনি।