22 C
Kolkata

Ministry of Education: সরকারি স্কুলের শিক্ষক হয়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন ! খোয়াতে পারেন চাকরি

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষিকারা করতে পারবেন না প্রাইভেট টিউশন। কোনও ভাবেই প্রাইভেট টিউশন যাতে না করতে পারেন তার জন্য শিক্ষা দফতর কঠোর পদক্ষেপ নিচ্ছে। শিক্ষক – শিক্ষিকারা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হলে এবার তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। শিক্ষা দফতর এক নির্দেশিকায় বলা হয়েছে ,রাজ্যের সব সরকারি স্কুল, সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল, মডেল স্কুল এবং এনআইজিএসগুলির শিক্ষক-শিক্ষিকারা এবার থেকে আর কোনও ভাবেই প্রাইভেট টিউশন করতে পারবেন না। এই নিয়মের অন্যথা হলে তার চাকরিও কেড়ে নেওয়া হতে পারে।পেনশনও আটকে যেতে পারে। এই নির্দেশ যাতে অক্ষরে অক্ষরে মেনে চলা হয় তার জন্য রাজ্যের স্কুল শিক্ষা দফতরের তরফে সব স্কুলের প্রধান শিক্ষকদের কাছে নোটিস পাঠানো হচ্ছে বলে জানা গেছে। সম্প্রতি, গৃহশিক্ষকদের একটি সংগঠন স্কুল শিক্ষা দফতরে প্রমাণ সহ ৬১ জন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন যে তাঁরা নিয়মলঙ্ঘণ করে প্রাইভেট টিউশন পড়েছেন। সেই অভিযোগ খতিয়ে দেখার পরেই এই পদক্ষেপ।

আরও পড়ুন:  Rashmika Mandanna And Vijay Devarakonda Wedding: বিয়ে সারলেন রশ্মিকা বিজয়

Featured article

%d bloggers like this: