নিজস্ব সংবাদদাতাঃ কলকাতার সঙ্গে রাজ্যের বিভিন্ন প্রান্তে যাতায়াতকারী ভলবো বাসগুলিতে যাত্রীদের আরও বেশি পরিমাণে সুযোগ সুবিধা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। বুধবার থেকে কলকাতা-বোলপুরগামী ভলভো বাসে এই উন্নততর পরিষেবা চালু হওয়ার কথা।
সূত্রের খবর, রাজ্যের বিভিন্ন প্রান্তে চলাচলকারী ভলভো বাসগুলিতে রাজ্যের পরিবহণ দফতর চালু করতে চলেছে ফুড কর্নার সেন্টার। সেই ফুড সেন্টারে যাত্রীরা পাবেন পছন্দমতো স্ন্যানক্স। এছাড়া বিনামূল্যে পাবেন ৫০০ লিটার জলের বোতলও।
শুধু ফুড কর্নারই নয়, ভলভো বাসে থাকছে নিউজ পেপার কর্নারও। সেখানে থাকছে বাংলা, ইংরেজি ও উর্দু এই তিন ভাষার নিউজ পেপার। ভবিষ্যতে ওই বাসগুলিতে ওয়াইফাই চালু করার পরিকল্পনাও চালু করার কথা চিন্তা ভাবনা রয়েছে রাজ্য পরিবহণ দফতর।