নিজস্ব প্রতিবেদন: দুর্গা পুজোয় ক্লাবগুলিকে আর্থিক অনুদান ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সেই সংক্রান্ত একটি মামলায় মঙ্গলবার হলফনামা জমা দেয় রাজ্য। সেখানেই সরকারের পক্ষ থেকে জানানো হয়, ‘সরকারি কর্মচারীদের মহার্ঘ্য ভাতা (ডিএ) বাকি নেই। তাছাড়া ভাতা এবং অনুদান দুই আলাদা বিষয়।’ একইসঙ্গে মামলাটির গ্রহণযোগ্যতা নেই বলেও জানিয়ে দেওয়া হয়েছে। মামলাকারীর বিরুদ্ধে বিপুল অঙ্কের জরিমানার আর্জিও জানিয়েছে রাজ্য। তারা জানিয়েছে, ২০১৮ সাল থেকেই পুলিশ অনুশীর্ষে অর্থ বরাদ্দ করা হচ্ছে। সাম্প্রিদায়িক উস্কানির জন্য রাজ্য কিছু করছে না। তাই অযথা মামলা করে আদালতকে ব্যস্ত রাখার কোনও মানেই হয় না।