19 C
Kolkata

North 24 Pargana: ফের প্রকাশ্যে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদন: আসন্ন শহীদ দিবস। তার আগেই ধর্মতলায় যেমন প্রস্তুতিপর্ব শুরু হয়ে গেছে ঠিক তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্তে ২১ জুলাই উপলক্ষ্যে জনসভা সংগঠিত হয়। ঠিক তার আগেই শাসকদলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বাগদায় অনুষ্ঠিত হয় ২১ জুলাইয়ের জন্য জনসভা। তবে সেই জনসভায় উপস্থিত ছিলেন না সাংগঠনিক জেলার সভাপতি। কিন্তু ছিলেন বিধায়ক, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতিরা। এই ঘটনাটিকে কেবন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে।

সূত্রের খবর অনুযায়ী, শনিবার উত্তর ২৪ পরগনার বাগদার হেলেঞ্চায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় জনসভা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটি, বীজপুর, অশোকনগরের তিন তৃণমূল বিধায়ক সহ পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ-সভাপতিরা। কিন্তু সেখানে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি ও বাগদার দুই ব্লক সভাপতিকে দেখা যায়। কিন্তু দেখা মেলে না বাগদার তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস ও তাঁর অনুগামীদের।

আরও পড়ুন:  SSKM : এসএসকেএম থেকে এ নিখোঁজ রুগী !

Featured article

%d bloggers like this: