নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার সোনালি সময় ফিরিয়ে আনতে কর্মসংস্কৃতির ওপর জোড় দিলেন পরিবহন সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। সময়ে কর্মীদের অফিসে আসার বিষয়ে জোর দিলেন তিনি। সেই সঙ্গে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার খামতিগুলিকে পূরণ করে, সংস্থার আয় বৃদ্ধি এবং একাধিক নতুন রুটে গাড়ি চালানোর ব্যাপারে আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করলেন সংস্থার নবনিযুক্ত চেয়ারম্যান।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার নতুন চেয়ারম্যান পদে আসীন হয়েছেন কোচবিহার জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থ প্রতিম রায়। দায়িত্ব ভার গ্রহণ করার পর সোমবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কোচবিহার অফিসে গিয়ে সেখানকার খুঁটিনাটি বিষয় পরিদর্শন করেন নবনিযুক্ত চেয়ারম্যান। প্রথমেই কর্মীরা সঠিক সময়ে কাজে আসছেন কিনা সেই বিষয়টি খতিয়ে দেখেন পার্থ বাবু। এরপর সংস্থার কর্মসংস্কৃতি নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করে কর্মসংস্কৃতির ওপর জোর দেন নবনিযুক্ত চেয়ারম্যান। সকাল সাড়ে দশটার মধ্যে সমস্ত কর্মীকে দপ্তরে ঢুকতে হবে বলে নির্দেশ দেন পার্থ প্রতিম রায়। সেই সঙ্গে গুরুত্বপূর্ণভাবে সংস্থার তেলের খরচের হিসেব নিয়েও এদিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকদের সঙ্গে আলোচন করেন তিনি।
পরিদর্শন শেষে পার্থ প্রতিম রায় বলেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা শুরুর সময়ের সোনালি দিনগুলি ফিরিয়ে আনার লক্ষ্যে সবাই মিলে কাজ করতে হবে। বাম আমলে এই রাষ্ট্রায়ত্ত পরিবহন সংস্থাটির রুগ্ন দশা কাটিয়ে গত ১০ বছরে সংস্থা অনেকটাই সাবলম্বী হয়েছে বলে দাবি করেন পার্থ বাবু। তা সত্ত্বেও সংস্থার যে সব খামতি রয়েছে, সেগুলি পূরণ করে সংস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া পক্ষে জোর দেন নবনিযুক্ত চেয়ারম্যান। অন্যদিকে, সংস্থার যে সমস্ত ফাঁকা জায়গা এবং বিল্ডিং রয়েছে সেগুলিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের ব্যাপারে জোড় দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সংস্থার কিছু ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি, লাভজনক এবং নতুন রুটে বাস চালানোর চিন্তা ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন পার্থ প্রতিম রায়। ধাপে ধাপে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চারটি বিভাগ এবং ২১ টি ডিপো তিনি পরিদর্শন করবেন বলে জানিয়েছেন পার্থ বাবু।