দারিংবাড়ি: দুর্ঘটনার কবলে ওড়িশা থেকে বিশাখাপত্তনমগামী একটি বাস। হাওড়ার বাসিন্দা ৬ পর্যটকের মৃত্যু হয়েছে। গুরুতও আহত আরও ৪২ জন। ট্যুইটে শোকবার্তা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের দেহ ময়নাতদন্তের কথা বলেছেন তিনি। শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দুর্যোগ মোকাবিলা বাহিনী পাঠানো হয়েছে। মৃতেরা হলেন সুপ্রিয়া দেড়ে, সঞ্জিত পাত্র, রিমা দেড়ে, মৌসুমি দেড়ে এবং বর্ণালী মান্না। তাঁরা প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা। হুগলীর স্বপন গুছাইত নামের এক ব্যক্তিও এই দুর্ঘটনায় বলি হয়েছেন। পুলিসের প্রাথমিক অনুমান, রাস্তার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় যাত্রী বোঝাই বাসটি। অন্যদিকে, গতি বেশি থাকার ফলেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে। ইতিমধ্যেই মৃত এবং আহতদের আত্মীয়রা ঘটনাস্থলে পৌঁছে গেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিস। শুরু হয়েছে তদন্ত। সমীর পাঁজা সহ রাজ্যের তিন সদস্যের প্রতিনিধি দলের অকুস্থলে পৌঁছনোর কথা রয়েছে।