24 C
Kolkata

কুন্তলের সাথে নাম জড়িয়ে ব্যক্তিগত আক্রমণ, সৌমিত্রকে নোটিস সায়নীর

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষকে জড়িয়ে সায়নীকে অশালীন মন্তব্য। সৌমিত্র কে মানহানির নোটিস সায়নীর। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষ হুগলির যুব তৃণমূল নেতা। আর সায়নী ঘোষ (Saayoni Ghosh) যুব তৃণমূলের সভাপতি। তাই নানা অনুষ্ঠানে বহুবার একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের। কুন্তলের গ্রেপ্তারির পর থেকে পুরনো ছবিকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করছে বঙ্গ বিজেপি শিবির। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, সায়নী এবং কুন্তলের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন। তারই পালটা হিসাবে সৌমিত্র খাঁ-কে মানহানির নোটিস পাঠালেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। আগামী সাতদিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সৌমিত্রকে, নোটিসে এমনই দাবি যুব তৃণমূল নেত্রীর।

জানুয়ারি মাসে তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। প্রায় রাতভর জেরা ও তল্লাশির পর কুন্তল ঘোষকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ দাবি করেন, সায়নী ঘোষ এবং কুন্তল ঘোষ শুধুমাত্র রাজনৈতিক সহকর্মীই নন। তাঁদের দু’জনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও রয়েছে। তাঁর দাবির সত্যতা রয়েছে কিনা, তদন্ত করলে সেই তথ্য সামনে আসবে বলেও দাবি করেন বিজেপি সাংসদ সৌমিত্র। এর আগে বিজেপি নেতানেত্রীরা কুন্তল ও সায়নীর একই মঞ্চে থাকা ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।সৌমিত্র খাঁ’র দাবির বিরোধিতা করে তাঁকে আইনি নোটিস পাঠালেন সায়নী ঘোষ। ওই নোটিসে উল্লেখ করা হয়েছে, সৌমিত্রর দাবির সারবত্তা নেই। বিজেপি সাংসদের কুরুচিকর মন্তব্য যুব তৃণমূল নেত্রীর ব্যক্তিগত পরিসরে কুপ্রভাব ফেলছে বলেও জানান সায়নী। আগামী সাতদিনের মধ্যে সৌমিত্রকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলেই উল্লেখ রয়েছে ওই নোটিসে। এক অনুষ্ঠানের ছবি পোস্ট করে বিজেপির দাবি, সায়নী ও কুন্তলের সম্পর্ক থাকায় হুগলির যুব তৃণমূল নেতার বিরুদ্ধে দল কোনও ব্যবস্থা নিচ্ছে না। তবে ছবি প্রসঙ্গে বারবার সায়নী নিজের মতামত স্পষ্ট করেছেন। একজন যুব নেতা এবং যুব তৃণমূল নেত্রী পুরনো কোনও অনুষ্ঠানের ছবি থাকতে পারে বলেও জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন:  Nabanna: রাজ্য সরকারি কর্মচারীদের ভাতা ও পেনশন বৃদ্ধি নবান্নের

Featured article

%d bloggers like this: