24 C
Kolkata

বিশ্বভারতীর শতবর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা : স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে পৌষ মেলার পরিবর্তে পৌষ উত্সবের আয়োজন করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবারের পৌষ উত্সবে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বভারতীর আচার্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই আয়োজন করা হবে পৌষ উত্সব।

করোনা পরিস্থিতিতে কীভাবে পৌষ উত্সবের আয়োজন করা হবে। সেই মর্মে শনিবার বৈঠকে বসে বিশ্বভারতী কর্তৃপক্ষ। উপাচার্যের উপস্থিতিতে বিশ্বভারতীর কেন্দ্রীয় গ্রন্থাগারের সভাকক্ষে মেলা নিয়ে বৈঠক হয়। সেখানেই সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় পৌষ মেলা হবে না। তবে চার দিন প্রথা মেনেই পালিত হবে পৌষ উত্সবের বিভিন্ন অনুষ্ঠান।

আগামী ৮ পৌষ আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবসে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যপাল, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী-সহ বিশিষ্টরা উপস্থিত থাকতে পারেন বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে। তবে করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে সরাসরি উপস্থিত থাকবেন, নাকি ভারচুয়ালি তিনি অনুষ্ঠানে যোগ দেবেন, তা এখনও জানায়নি প্রধানমন্ত্রী দপ্তর।

আরও পড়ুন:  Panchayat Election: এপ্রিলেই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা

২৪ ডিসেম্বর প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান শুরু হবে ভোরে বৈতালিক দিয়ে। সকাল ৮.৩০ তে শুরু হবে প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান চলবে দু’ঘন্টা।আম্রকুঞ্জে প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। পৌষ উপাসনা,পরলোকগত আশ্রমিকদের স্মরণ,মহর্ষি স্মারক বক্তৃতা, প্রতিষ্ঠা বার্ষিকী পালন, সমাবর্তন এবং খ্রিষ্টোত্সব পালিত হবে।

Featured article

%d bloggers like this: