নিজস্ব প্রতিবেদন: বিজেপিকে ধরাশায়ী করে ফের মসনদে ওয়াপসী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঁতে দাঁতে চেপে ফলপ্রকাশের দিনই মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা বার্তা দেন নরেন্দ্র মোদী, রাজনাথ সিং, নির্মলা সীতারমণের মতো কেন্দ্রীয় নেতৃত্ব।
আজ সকালে রাজভবনে শপথ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রাজ্যপাল। তার পরপরই ট্যুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ফের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্যে শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের জন্যে অভিনন্দন মমতা দিদি।”