নিজস্ব প্রতিবেদন: পাঞ্জাবের নির্বাচনে জয় লাভ করেছেন আম আদমি পার্টি। মাত্র একমাস পেরিয়েছে। ঠিক তারপরেই প্রতিশ্রুতি রাখলেন পাঞ্জাবের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রাজ্যের প্রত্যেকটি বাড়ির জন্য ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করল আম আদমি পার্টির সরকার। আজ বিভিন্ন পাঞ্জাবি ভাষায় প্রকাশিত সংবাদপত্র এই বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়।
এমনকি নবনির্বাচিত এই সরকারের এক মাস পূর্ণ হল, সেই উপলক্ষে রাজ্য সরকার একটি তিরিশ দিনের রিপোর্ট কার্ডও প্রকাশ করেছে। প্রসঙ্গত, দিল্লিতে এর আগে বিদ্যুৎ বিল মকুব করার পদক্ষেপ নিয়েছিল এই পার্টি। দিল্লিতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল মুকুব করা হয়। নির্বাচনী প্রচারে সেই প্রতিশ্রুতি দেয় আপ সরকার।