নিজস্ব প্রতিবেদন: গত এক মাসের মধ্যে তিনশোর বেশি পথ কুকুরের মৃত্যু হয়েছে। কিন্তু গত ১৫ দিন সেই সংখ্যাটা প্রায় দেড়শোর বেশি। এই ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের কালনা পুরসভা এলাকায়। তবে কি কারনে এই মৃত্যু ঘটেছে তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। ইতিমধ্যে মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে জেলা প্রাণীসম্পদ বিকাশ দপ্তর। আধিকারিকেরা মৃত কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য রক্তের নমুনা পরীক্ষা করা হবে।
এনিয়ে দপ্তরের জেলা উপ-অধিকর্তা ডা. সোমনাথ মাইতি জানিয়েছেন, ‘আমাদের প্রাথমিক অনুমান ক্যানাইন ডিসটেম্পার নামে ছোঁয়াচে রোগের জন্য দায়ী হতে পারে। যেভাবে পথ পুকুরের মৃত্যু হচ্ছে আগামী দিনে সেই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রাণীসম্পদ বিকাশ দপ্তর। এ নিয়ে উদ্বিগ্ন পশু প্রেমীরা।