নিজস্ব প্রতিবেদন: বর্তমানে আবাস যোজনা দুর্নীতি নিয়ে উত্তাল গোটা রাজ্য রাজনীতি। দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের উপর সড়ক হয়েছে বিরোধী দল বিজেপি ও সিপিএম। দুই রাজনৈতিক দলই একাধিক স্বজনপোষণ অভিযোগ তুলে ডেপুটেশন দেন। সেই মতোই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর এলেন কেন্দ্রীয় ৩ সদস্যের প্রতিনিধি দল। এদিন পূর্ব মেদিনীপুর জেলাশাসক পূর্ণেন্দু মাঝির সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় প্রতিযোগিতায় সদস্যরা। দীর্ঘক্ষন জেলা শাসকের সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধিদের বৈঠকের পর পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের বিস্তীর্ণ এলাকা পরিদর্শনে যান।
ভগবানপুরে পরিদর্শনে এলে কেন্দ্রীয় প্রতিনিধি সদস্যদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ভগবানপুরে কয়েক শতাধিক মহিলারা। মহিলাদের দাবি ১০০ দিনের কাজের টাকার দাবিতে কেন্দ্র প্রতিনিধি গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে তাকে মহিলারা। কেন্দ্রীয় কমিটির গাড়ি ঘিরে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখাতে থাকে মহিলারা। খবর পেয়ে ছুটে আছে ভগবানপুর থানার পুলিশ। ভগবানপুর ১ ব্লকের বিডিও ও পুলিশ মহিলাদের শান্ত করে। তারপরে কেন্দ্রীয় কমিটির সদস্যরা অন্যত্র পূর্ব মেদিনীপুরে পরিদর্শনে যান।
বিক্ষোভকারী মহিলাদের দাবি ” তারা ১০০ দিনের কাজ করেও তারা দীর্ঘদিন টাকা পায়নি। কেন তিন বছর কাজ বন্ধ রয়েছে? কেন্দ্র সরকার তাদের কোন টাকা দিচ্ছে না? অবিলম্বে টাকা চাই। মোদী সরকারকে জবাব দিতে হবে। আমরা টাকা না পেলে গাড়ি ছাড়বো না”। পূর্ব মেদিনীপুরে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন ” আমরা স্বাগত জানাচ্ছি। কেন্দ্রীয় সদস্যের প্রতিনিধি দল এসেছে আমরা খুবই খুশি। তারা বিভিন্ন এলাকায় পরিদর্শন করতে যাচ্ছেন।”