নিজস্ব প্রতিবেদন: ভারতে ঢুকছে বর্ষা। কিন্তু সেটাও আবার সময়ের আগে। সূত্রের খবর অনুযায়ী, ১৫ মে আন্দামানে মৌসুমি বায়ু ঢুকে যাবে। হাওয়া অফিস সূত্রের খবর, স্বাভাবিক সময়ের এক সপ্তাহ আগেই কেরলে ঢুকবে বর্ষা। সাধারনত ১ জুন নাগাদ প্রতি বছর বর্ষা প্রবেশ করে। অশনি ঘূর্ণিঝড় আদ্রতাকে অনেক দ্রুত টেনে আনার ফলে তার সময় কিছুটা এগিয়ে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।