নিজস্ব প্রতিবেদন : ইউক্রেনের এই ভয় বহ যুদ্ধের পরিস্তিথিতে আটকে রয়েছেন বহু ভারতীয় বাঙালি। সেখান থেকে নিজের প্রিয়জনের নির্বিঘ্নে বাড়ি ফেরার প্রতীক্ষায় আছেন পশ্চিমবঙ্গের বহু পরিবার। ইতি মধ্যে সেই সমস্ত ইউক্রেন নিবাসীকে বা কর্মরত বা সেই সমস্ত ছাত্রই কে ফিরিয়ে আনার জন্য কেন্দ্র অপরেশন গঙ্গা চালু করেছ। কিন্তু সেই প্রক্রিয়া কিছু তা সময় সাপেক্ষ। তাই এবার নতুন পরিকল্পনা নিল যুব তৃণমূল। সংগঠনের সভানেত্রী সায়নী ঘোষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই ভীষণ দুর্দিনে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে সেইসব দুশ্চিন্তাগ্রস্ত পরিবারের দিকে। সেই কারণেই যুব তৃণমূল রাজ্য জুড়ে একটি ক্যাম্পেন আয়োজন করেছে।
এই ক্যাম্পেন এর মাধ্যমে যাদের প্রিয়জনেরা যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে এখনও আটকে আছেন তাদের পাশে দাঁড়ানো হবে. এবং তাদের গুরুত্বপূর্ণ পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সায়নী জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন মানুষের সাহায্য নিয়ে সেই সব পরিবারের ডেটাবেস তৈরি করা হয়েছে, যাঁদের কোন আত্মীয় ইউক্রেনের এই ভয়াল পরিস্থিতিতে আটকে রয়েছেন।
সায়নীর বলেছেন , ” পশ্চিম বর্ধমানের এ রকমই বেশকিছু পরিবার রয়েছে যাদের সঙ্গে তিনি ব্যক্তিগত ভাবে যোগাযোগ করেছেন। এছাড়াও যারা এই মুহিউরতে ইউক্রেন থেকে ফিরে এসেছেন সেই সব ছাত্র ছাত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় সহ তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্বন্ধেও কথাবার্তা হয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেস তাঁদের যে কোন প্রয়োজনীয়তায় নিশ্চিত ভাবে পাশে থাকবে। এরপর এখনও যারা বাড়ি পৌঁছাতে পারেননি, তাদের পাঠানো সর্বশেষ স্টেটমেন্ট সম্পর্কে প্রশাসনকে অবগত করছি আমরা।
আগামী দিনে জেলা ভিত্তিক যুবদের হেল্প লাইন নম্বর চালু করা হবে। যাতে করে যে কোন সমস্যায় আমাদের এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা চাই, বাংলা তথা ভারতের সমস্ত ছাত্র ছাত্রীরা নিরাপদে নিজের বাড়ি ফিরে আসুন।”