নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার শিয়ালদহ মেট্রো পরিদর্শনে করলেন জেনারেল ম্যানেজার অরুন অরোরা। এদিন কলকাতা মেট্রোর এই শীর্ষকর্তা রেকে চড়ে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যাত্রা করেন। তিনি শিয়ালদহ স্টেশনের লিফট, এসকালেটর, অগ্নিনির্বাপণ ব্যবস্থা সহ যাত্রী স্বাচ্ছন্দ্যের খুঁটিনাটি সমস্ত কিছু ঘুরে দেখলেন। কিন্তু এই
জনসাধারণের জন্য এই মেট্রো খুব শীঘ্রই খুলে দেওয়া হবে বলে জানা গেছে। তবে তিনি এটা নিশ্চিত করে জানান নি, কবে থেকে চলবে ফুলবাগান থেকে শিয়ালদহ পর্যন্ত বর্ধিত রুট। রেলের তরফ থেকে জানা গেছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হতে পারে। যদিও এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর অফিস থেকে কিছু নিশ্চিত জানানো হয়নি। রেলের এক কর্তার দাবি, বিকল্প হিসেবে রেলমন্ত্রীর নামও পাঠানো হয়েছে।