নিজস্ব সংবাদদাতা : বিগত বছরের ডিসেম্বরে নদিয়ায় প্রশাসনিক বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে শান্তিপুর হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের আর্জি জানান শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। বৈঠক থেকেই হাসপাতালের আরও উন্নয়নের নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান। মুখ্যমন্ত্রীর সেই নির্দেশ অনুযায়ী এবার খোলনোলচে বদলাতে চলেছে শান্তিপুর হাসপাতালের।
জেলার মানুষের সুবিধার্থে এবার সুপার স্পেশালিটি হাসপাতালে পরিণত হতে চলেছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। রাজ্যের মসনদে বসার পর থেকেই বাংলার চিকিতসা পরিষেবাকে আরও উন্নত করতে স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এসএসকেএম সহ কলকাতার হাসপাতালগুলিতে রোগীর চাপ কমাতে জেলায়-জেলায় সুপার স্পেশালিটি হাসপাতালের সুবন্দোবস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

এবার সেই তালিকায় যোগ হল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের নামও। সেই কাজকে তরানিত্ব করতেই শনিবার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন জেলা স্বাস্থ্য আধিকারিকদের একটি প্রতিনিধি দল। দলে ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক স্বপন কুমার বিশ্বাস, রানাঘাটের মহকুমাশাসক, শান্তিপুরের বিধায়ক সহ অন্যান্য প্রশাসনিক কর্তাব্যক্তিরা।
বিধায়ক ব্রজকিশোর গোস্বামী জানান, দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে সুপার স্পেশালিটির পরিষেবা পাওয়া গেলে উপকৃত হবেন জেলার মানুয। কলকাতা না গিয়েওউন্নতমানের চিকিত্সা ব্যবস্থা পাবেন স্থানীয়রা। পাশাপাশি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের কাজ দ্রুত শেষ হবে বলেও আশ্বাস দিয়েছেন বিধায়ক।