28 C
Kolkata

বিজেপি যোগের পর বিক্ষোভের মুখে শিশির অধিকারী

নিজস্ব প্রতিবেদন : সদ্য বিজেপি শিবিরে যোগ দিয়েছেন শিশির অধিকারী। বিজেপিতে যোগ দেওয়ার পর প্রথম সভাতেই প্রবল বিক্ষোভের মুখে পড়লেন শিশির অধিকারী, সভাস্থল এগরা পটাশপুর। সূত্রের খবর, শিশির অধিকারী সভাস্থলে পৌঁছতেই তৃণমূল সমর্থকরা সেখানে ভি়ড় করে স্লোগান তুলতে থাকে। স্লোগান উঠতে থাকে শিশিরবাবু চিটিংবাজ, মীরজাফর। পরিস্থিতি একটা সময়ের পর কার্যত হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে। ইতিমধ্যেই ঝামেলা বেধে যায় বিজেপি তৃণমূলের মধ্যে।

এই ঘটনায় ক্ষুব্ধ শিশির অধিকারী নিজে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। ঘটনাস্থলে আসে পটাশপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই পরিস্থিতি বেশ কিছুটা অস্বস্তিতে ফেলেছে গেরুয়া শিবিরকে। সদ্যই দলে এসেছেন শিশির অধিকারী, এই নেতা আগামী কয়েক দিনে প্রচারেও পা মেলাবেন। সেক্ষেত্রে যদি এই ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় তবে পালে হাওয়া লাগবে তৃণমূলের।

আরও পড়ুন:  Kolkata Tala Bridge: অবশেষে উদ্বোধনের পথে টালা ব্রিজ
আরও পড়ুন:  SSC Scam : মুখমুখী বসিয়ে জিজ্ঞাসাবাদ হেভিওয়েটদের

Related posts:

Featured article

%d bloggers like this: