নিজস্ব প্রতিবেদন: শিলিগুড়ির ভালবাসা মোড় এলাকার পাচকেল গুড়িতে হঠাৎই একসঙ্গে ২৫টি বাড়িতে শর্ট সার্কিট হয়ে গেল। যার ফলে যাবতীয় ইলেকট্রনিক্যাল সামগ্রী পুরে গিয়েছে। উল্লেখ্য, এর আগেও এমন ঘটনার সাক্ষী ছিল এই এলাকা। তবে এতটা প্রভাব কোনও সময়ই পড়েনি। ঘটনার পর সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায় ও স্থানীয় বিদ্যুৎ দপ্তরকে। তারা ঘটনাস্থলে এসে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে। তবে এই ঘটনার কারণ এখনও পর্যন্ত অজানা।