নিজস্ব সংবাদদাতাঃ আসন্ন শিলিগুড়ি পুরনিগম নির্বাচন। ইতিমধ্যে সকল রাজনৈতিক দলে কর্মীরা ব্যস্ত তাঁদের নির্বাচনী প্রচার। যার ফলে বিভিন্ন দলের শীর্ষ নেতৃত্বরা একে একে শিলিগুড়িতে আসছেন নিজেদের প্রার্থীদের সমর্থনে। বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে আসেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল তার পাশাপাশি আসার কথা রয়েছে বিজেপির অন্যান্য নেতৃত্বদের। যদিও শুক্রবার বিভিন্ন ওয়ার্ডের বিজেপি প্রার্থীদের সমর্থনে প্রচারে দেখা যাবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ছাড়াও দিলীপ ঘোষ, অর্জুন সিং অন্যান্য নেতৃবৃন্দকে।