নিজস্ব প্রতিবেদন: অভিষেক বন্দ্যোপাধ্যায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে নিয়োগের আশ্বাস দিলেও দিন শুধুই এগোচ্ছে। সল্টলেকের আচার্য ভবনে এসএসসি চেয়ারম্যান সসিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করেন আপার প্রাইমারি এবং কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি প্রার্থীরা। কী-খবরকে এসএলএসটি কর্মশিক্ষা ও শারীরশিক্ষার চাকরি প্রার্থী শেখ জামাল জানিয়েছেন, ‘চেয়ারম্যান বলছেন সরকারের উপর থেকে যথেষ্ট চাপ রয়েছে কমিশনের উপর। কিন্তু আমাদের এখনও ডেটা রুমের অ্যাক্সেস দেওয়া হয়নি। আমরাও চাই পুজোর আগেই অ্যাক্সেস দেওয়া হোক। হাইকোর্ট নির্দেশ দিলেই প্রক্রিয়া শুরু করবে কমিশন।’ চাকরিপ্রার্থী অনিন্দ্য সরকারের প্রশ্ন, ‘বিচারপতি অভিজিৎ বাবু কমিশনের কাছে জানতে চেয়েছিলেন ”আইনি জটিলতায় কোন কোন নিয়োগ আটকে রয়েছে?” উত্তরে বলা হয়েছে, কোনও নিয়োগ আটকে নেই। আমার প্রশ্ন, কেন তবে আমাদের আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে না? ডেটা রুমের সমস্যার কথা কেন আদালতে গিয়ে বলা হচ্ছে না।’
আরও পড়ুন: ‘অভিষেকের উপর আস্থা নেই’
আগামী ১৮ তারিখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে শুনানি আছে। এই দিন নিয়ে তাঁরা প্রত্যেকেই আশাবাদী। জামালবাবু আরও জানান, ‘সরকারের পূর্ণ ইচ্ছে রয়েছে, এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান। কিন্তু কেন আইনি জটিলতা না থাকা সত্ত্বেও নিয়োগ হচ্ছে না। নিজের চোখে দেখেছি আচার্য সদনের ডাটা রুম কেন্দ্রীয় বাহিনীর নিয়ন্ত্রণে, সিবিআইয়ের তত্ত্বাবধানে। আমরা কোনও আশ্বাসে বিশ্বাস করি না। যেদিন স্কুলে গিয়ে কাজ শুরু করব, সেইদিন সব মানবো। ‘