নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহের শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বাতিল থাকবে হাওড়া ডিভিশনের বেশ কিছু ট্রেন। আবার কিছু ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হবে জানানো হয়েছে। জানা গিয়েছে, রেলের রেক মেরামতির জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। বর্ধমান থেকে ৩৭৮৩৪ এবং ৩৭৮৩৬ নম্বরের দুটি এবং হাওড়া থেকে ৩৭৮২৯ একটি ট্রেন বাতিল রয়েছে। অন্যদিকে, এই কদিন ডাউন কবিগুরু এক্সপ্রেসের যাত্রা পথ বর্ধমান থেকে ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।৩৭৮২৫ নম্বরের যে ট্রেনটি রয়েছে তার গন্তব্যস্থল মেমারি পর্যন্ত। ১২ টা ৫১ মিনিটে ডাউন মেমারি-হাওড়া লোকাল হাওড়ার উদ্দেশ্যে ছাড়বে। ৩৭৮৩৮ নম্বরের ট্রেনটি রবি ও সোমবার বর্ধমান থেকে দুপুর ১ টা ৪০ মিনিটের পরিবর্তে দুপুর ২ টোয় ছাড়বে। ট্রেনের টাইমের পরিবর্তন হওয়ায় একটু অসুবিধার সম্মুখীন হতে পারে নিত্যযাত্রীরা।