নিজস্ব প্রতিবেদন: পরপর ১১ টি দোকানে চুরি। চায়ের দোকান থেকে শুরু করে মুদিখানা বাদ গেল না কামারশালাও। এমনই চাঞ্চল্যকর ঘটনার সম্মুখীন হতে হল কাকদ্বীপের বহু ব্যবসায়ীদের। যার জেরেই কপালে ভাঁজ পড়ল বিক্রেতাদের। ইতিমধ্যেই এই দুঃসাহসী চুরির ঘটনার তদন্তে নেমেছে কাকদ্বীপ থানার পুলিশ।
সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবার রাতে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানা এলাকায় উকিল বাজারে পরস্পর ১১ টি দোকানে চুরি করে দুষ্কৃতীরা। এই ঘটনায় খোয়া গেছে লক্ষাধিক টাকার মূল্যবান সামগ্রী। স্থানীয় বাসিন্দাদের দাবি, কয়েকটি চায়ের দোকান পাশাপাশি মুদিখানা, কামারশালা, পোশাক, আসবাবপত্রের দোকান থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
তবে পুলিশ মারফত জানা যায়, এই দোকানগুলির মধ্যে একটিতে সিসিটিভি ক্যামেরা আগে থেকেই ভেঙে দেয়। তারপরই লুঠ করে ১১ টি দোকান। কিন্তু, এই দোকানগুলির মধ্যে একটি চেয়ে দোকান থেকে নগদ ২ লক্ষ টাকা ও সামগ্রী লুঠ করে তারা।