নিজস্ব প্রতিবেদন: শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। এসএসসি চাকরি প্রার্থীরা এখনো পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় শামিল রয়েছে। তবে এরই মধ্যে কোচবিহার স্কুলের ভূগোল শিক্ষিকা দিয়ে উধাও হয়ে গেলেন। প্রথমে কোচবিহারের স্কুলে শিক্ষকতা শুরু করেন এই ভূগোলের শিক্ষিকা। পরে ২০২১ সালে বদলি নিয়ে চলে যান উত্তর দিনাজপুরের একটি স্কুলে। এরপর বছর ঘুরতেই আজব কান্ড। হঠাৎ একদিন সকালে স্কুলে এসে ইস্তফা দিলেন শিক্ষিকা। তারপর স্কুল থেকে তো দূরে, এলাকাতেও নাকি দেখতে পাওয়া যায়নি এই শিক্ষিকাকে। যে ঘটনায় অবাক হয়ে যান তার সহকর্মীরাও।
বৃহস্পতিবার স্কুল সার্ভিস কমিশনের যে তালিকা প্রকাশ করেছে সেখানে ১৮৩ জনকে বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল বলে স্বীকার করেছে খোদ কমিশনই। তারপর এই স্বীকারোক্তির পরই কলকাতা হাইকোর্ট নির্দেশ ওই তালিকা প্রকাশ করতে হবে এসএসসি-র ওয়েবসাইটে। যেমন কথা তেমন কাজ ওই তালিকা ওয়েবসাইটে প্রকাশ হতেই কেল্লাফতে। সেই তালিকার ৯৩ নম্বরের রয়েছে ওই ভূগোল শিক্ষিকা পিউ মজুমদারের নাম। এই ঘটনার পরই সমস্ত কিছু প্রকাশ্যে।