25 C
Kolkata

Municipality Election, 22 January : অতিমারী আবহেই আগামী ২২ জানুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোট

নিজস্ব সংবাদদাতা : অতিমারী আবহে আগামী ২২ জানুয়ারি অর্থাৎ পূর্বনির্ধারিত দিনেই হবে রাজ্যের চার পুরনিগমের ভোট। সোমবার ওই ৪ পুরসভার ভোট নিয়ে বৈঠকে বসেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস, মুখ্যসচিব, স্বাস্থ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব। সেই বৈঠকেই ঠিক হয়েছে আগামী ২২ জানুয়ারি ভোট নেওয়া হবে শিলিগুড়ি, বিধাননগর, আসানসোল ও চন্দননগরে পুরনিগমে।

রাজ্যের পুরআইন অনুযায়ী পুরনির্বাচনের যাবতীয় বিষয় ঠিক করার বিধান রয়েছে। সেক্ষেত্রে রাজ্য সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকে রাজ্য নির্বাচন কমিশন। আজ সেই বৈঠকের পরই জানানো হয়, রাজ্যে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেলেও আপাতত ভোট পিছনোর প্রয়োজনীয়তা নেই। কারণ কলকাতার থেকে ভোট হতে চলা চার পুরনিগমে সংক্রমণের মাত্রা তুলনামূলক কম।

আরও পড়ুন:  Durnibar Honeymoon : মধুচন্দ্রিমায় মোহর - দুর্নিবার ! 'সিক্রেট' ফাঁস

করোনা পরিস্থিতিতে বিধি মেনে কীভাবে ভোট করানো যায় তা নিয়েই ছিল আজকের বৈঠক। ভোট পিছিয়ে দেওয়া হতে পারে এমন জল্পনার মধ্য়ে আগামী ২২ জানুয়ারি কড়া বিধিনিষেধের মধ্যে নেওয়া হবে ভোট তা স্পষ্ট করে দিয়েছে কমিশন ।রবিবারের ঘোষণা মতো আজ থেকেই রাজ্যে লাগু হয়েছে নয়া করোনা বিধি। তাই পুরভোটের প্রচারে তা কীভাবে লাগু হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

কমিশনের সঙ্গে আজকের বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্যসচিব। তিনি ওই বৈঠকে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতির কথা বিস্তারিত জানান। রাজ্য সরকারের আরোপ করা কড়া বিধিনিষেধের কথাও জানিয়ে দেন মুখ্যসচিব।

সূত্রের খবর রাজ্য সরকার মাস্ক পরা থেকে ভিড় কম করার উপরে যেহেতু জোর দিয়েছে তাই পুরভোটের প্রচারেও এনিয়ে বিশেষ সতর্কতা নেবে কমিশন। কোভিড বিধি অমান্য যাতে না হয় তার জন্য রাজনৈতিক দলগুলিকে বিশেষ গুরুত্ব দিতে বলা হচ্ছে। বড় ধরনের কোনও জমায়েত করতে দেওয়া হবে না বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:  West Bengal: বাংলা সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

Featured article

%d bloggers like this: