নিজস্ব সংবাদদাতা : কাঁথিতে ঢুকে শুভেন্দুর গলায় পা তুলে দেবো। শুভেন্দু কে ছাড়বো না। মীরজাফরকে জেল খাটতে হবেই। যে তার নিজের সিকিউরিটিকে খুন করে সেই পাপ এখন বেরিয়েছে।পাপ যেমন লুকায় না সাগর তেমন শুকায় না। আমি বাপি বলছি আমি তোমাকে বলেছিলাম তোমাকে হলদিয়ায় ঢুকিয়েছিলাম আর তোমাকে লাথি মেরে হলদিয়া থেকে তারাবো, সেটাই করেছি। নাম না করে দিব্যেন্দু অধিকারির উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ ভাবে বলেন বাপ বিজেপির বড় লিডার ।
নিজে করছে তৃণমূল। হলদিয়াতে পেট্রোল-ডিজেলের লাগামছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদ সভায় এমন উত্তেজনাপূর্ণ উক্তি করলেন শুভেন্দু অধিকারীর হলদিয়ার একসময়ের একেবারে ঘনিষ্ঠ বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলা তৃনমুল যুব কংগ্রেস সম্পাদক রুহুল ইসলাম (বাপি)। বর্তমানে বাপি প্রাক্তন সভাপতি হলদিয়া টাউন ব্লকের। রবিবার হলদিয়াতে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছিল সেখানেই বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী এবং তার পরিবারকে রাজনৈতিকভাবে নিশানা করেন তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি।