নিজস্ব সংবাদদাতা : আতঙ্ক আবার যেন ফিরে এসেছে। ভয়াল অভিজ্ঞতা যেন বরফের মত শিরদাঁড়া বেয়ে নামছে আতঙ্কের দিনের বর্ষপূর্তিতে। ২০, মে ঠিক আজকের দিনটা, ১ বছর আগে ২০২০ সালে ২০মে আম্ফান স্মৃতি এখনো যেন দগদগে ঘা।
রাজ্যের মানুষের কাছে বিগত দুর্যোগগুলো হার মানিয়ে আম্ফান জায়গা করে নিয়েছিল ভারতবর্ষের মানচিত্রে। আবার যেন আতঙ্কের ছায়া নেমে আসছে ‘যশ’ শব্দ বন্ধর মাধ্যমে। সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বয়ে গিয়েছিল সুপার সাইক্লোন আম্ফান ।
সেই স্মৃতি এখনো দগদগে রয়েছে কেউ স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছে আবার কেউ কেউ এখনো সমস্যা কাটিয়ে উঠতে পারেননি। বসিরহাট মহাকুমার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার উপর দিয়ে ১, বছর আগে বয়ে গিয়েছিল সুপার সাইক্লোন আম্ফান।
ভয়ঙ্কর স্মৃতি এখনো কোথাও কোথাও রয়ে গেছে। আবার কেউ কেউ স্মৃতি কাটিয়ে সমস্যা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। সরকারি সাহায্য পেয়েছে বসিরহাট মহাকুমার সন্দেশখালি হিঙ্গলগঞ্জ হাড়োয়া মিনাখাঁ সুন্দরবন লাগোয়া ব্লকগুলি। হাড়োয়া গোপালপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের লেবুতলা মুন্সি ঘেরি মোহনপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল আম্ফান ঝড়ে।
পাশাপাশি বিদ্যাধরী ,রায়মঙ্গল ,ইছামতি কালিন্দী, বেতনী নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকাজুড়ে । কারো ঘর ছিল আবার কারো ছিল না। সুপার সাইক্লোন তছনছ করে দিয়ে গিয়েছিল সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকাগুলিতে।
এলাকার মানুষ জানাচ্ছেন তারা যথেষ্ট পরিমাণে সরকারি সাহায্য পেয়ে স্বাভাবিক জীবনে অনেকটাই ফিরে আসতে পেরেছেন । আবার কোথাও কোথাও আমফানের সরকারি সাহায্যের টাকা নিয়ে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
সব মিলিয়ে সুন্দরবন এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। একটা ঝড় কাটতে না কাটতে আবার সেখানে আরো একটি সুপার সাইক্লোনের পূর্বাভাস। বঙ্গোপসাগরে অবস্থান করছে ‘যশ’, ২৩ মে থেকে প্রবল বৃষ্টিপাত শুরু হবে ২৬ মে আছড়ে পড়বে রাজ্যে।