19 C
Kolkata

‘সুনীল সিং তোলাবাজ তাঁকে দলে নেওয়া উচিত হবে না’

নিজস্ব সংবাদদাতা : বিজেপি ছাড়তে আগের থেকেই পা বাড়িয়ে থাকা কিছু নেতা শুধুমাত্র মুকুল রায়ের দলবদলের দিকে তাকিয়ে ছিল। সেই সমস্ত নেতাদের মধ্যে অন্যতম হলেন সুনীল সিং। বিধানসভা নির্বাচনে হারলেও তৃণমূলে ফেরার চেষ্টা করছেন তিনি, এমনটাই জানা গিয়েছে।

মুকুল রায়ের হাত ধরেই ফের তৃণমূলে ফিরতে চাইছেন সুনীল। আর সেই খবর ছড়াতেই শুরু হয়েছে বিক্ষোভ। সুনীল সিং-এর এলাকা গারুলিয়ায় তাঁর বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে মহিলা তৃণমূল কংগ্রেস। এমনকি তাঁর বিরুদ্ধে পোষ্টার পড়েছে সেই জায়গায়।

সুনীল সিংকে তৃণমূলে না ফেরানোর দাবি জানিয়ে সাংবাদিক সম্মেলন করে গারুলিয়ার তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি। তাদের তরফে জানানো হয়, সুনীল সিং তোলাবাজ তাঁকে দলে নেওয়া উচিত হবে না। তারপরেও গারুলিয়া জুড়ে পড়েছে বহু পোষ্টার।

আরও পড়ুন:  BJP: দলীয় নির্দেশ অমান্য, ভোটের আগেই ১২ নেতাকে সাসপেন্ড করল বিজেপি

সেখানে দাবি করা হয়েছে নোয়াপাড়ার প্রাক্তন বিধায়ক সুনীল সিং দুর্নীতি গ্রস্ত, তোলাবাজ তাঁকে আর দলে নেওয়া ঠিক হবে না।

Featured article

%d bloggers like this: