27 C
Kolkata

কৃষকদের সঙ্গে মাটিতে শুভেন্দু-সুকান্ত, খেলেন খিচুড়ি

নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরে ৭২ ঘণ্টার কর্মসূচি চলছে বিজেপির। কৃষকদের হয়ে একাধিক দাবি নিয়ে আন্দোলনে বসেছেন বিজেপির হেভিওয়েট নেতারা। বৃহস্পতিবার কৃষকদের সঙ্গে মাটিতে বসে একসঙ্গে খিচুড়ি খেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির একাধিক নেতৃত্ব। একই সঙ্গে এইদিন নবান্ন অভিযানের ডাকও দিয়েছেন তাঁরা।

সিঙ্গুর আন্দোলন করে মূলত শাসকদলকে কোণঠাঁসা করার চেষ্টাতেই মরিয়া হয়ে উঠেছে বিজেপি। সর্বভারতীয় সহসভাপতি নিজেও গিয়েছিলেন আন্দোলনে। ইতিমধ্যেই শাসকদলের পক্ষ থেকে বলা হয়েছে এই আন্দোলন ‘মেকি’, ”লোকদেখানো”। বৃহস্পতিবার কৃষকদের সঙ্গে মাটিতে বসে খিচুড়ি খেয়েছেন বিজেপি নেতারা। গলায় গামছা দিয়ে কৃষক বাড়ির ছেলেদের মতোই খেতে দেখা গিয়েছে তাঁদের। কাগজের থালায় খিচুড়ি পরিবেশন করছেন স্থানীয়রাই। সেটাই খাচ্ছেন শুভেন্দু, সুকান্ত। সঙ্গে রাখা রয়েছে কেনা জলের বোতল। প্রথমের পুলিশের অনুমতি না মিললেও, পরে পুলিশের পক্ষ থেকে অনুমতি মেলে। এরই মধ্যে নবান্ন অভিযান করার কথাও জানিয়েছে বিজেপি। এর আগের নবান্ন অভিযানে ধুন্দুমার হয়ে উঠেছিল গোটা শহর।

আরও পড়ুন:  লক্ষাধিক টাকা দিয়েও মেলেনি চাকরি, অবসাদে আত্মঘাতী যুবক

Featured article

%d bloggers like this: