নিজস্ব প্রতিবেদন: পুজোর মরশুমে থমকে নেই রাজনৈতিক বাদানুবাদ। রাজ্যের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী চিঠি দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে। রাজ্যের বিরুদ্ধে কোটি কোটি টাকা নয়ছয়য়ের অভিযোগ তুলেছেন তিনি। তিন পাতার চিঠিতে শুভেন্দু লিখছেন, কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাবলিক ফিনান্স ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে তোলা হচ্ছে না। মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণাধীন তহবিলে জমা পড়ছে। এর পিছনে একাধিক ব্যাংকের হাত রয়েছে বলেও অভিযোগ শুভেন্দু অধিকারীর। তাঁর তোপ, কেন্দ্রের বরাদ্দ করা টাকা সঠিক খাতে ব্যবহার করা হচ্ছে না।
ইতিমধ্যেই অর্থের অনিয়ম সম্পর্কে জানতে তথ্য অধিকার আইন, ২০০৫ বা আরটিআই করেছেন শুভেন্দু। এর মাধ্যমে সরকারের থেকে কোনও বিষয়ে যাবতীয় তথ্য চাইতে পারেন একজন সাধারণ নাগরিক। এই বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রককে হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন বিজেপি নেতা। এই প্রথম নয়, এর আগেও এমনই অভিযোগ তুলেছিলেন শুভেন্দু। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তাঁর দাবি ছিল, তৃণমূল নেতা-নেত্রী-সহ ১০০ জনের নাম জমা দিয়েছেন। ৪ বিধায়কের লেটারপ্যাড-সহ বিভিন্ন তথ্যপ্রমাণ জমা পড়েছে। দলীয় নেতা জয়প্রকাশ মজুমদারের প্রত্যুত্তর, ‘মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী কথা বলেছেন। এর মধ্যে ওঁর ফোপরদালালি করার কোনও কারণ নেই। পশ্চিমবঙ্গের জনগণকে ভাতে মারতে চাইছে।’


